জুমবাংলা ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) প্রথম ব্যাচের শিক্ষার্থী খুর্শিদ রাজীব ইউরোপীয় ইউনিয়নের মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে নির্বাচিত হয়েছেন।
২০২৫-২০২৭ সেশনে ইউরোপের চারটি দেশের ৪টি বিশ্ববিদ্যালয়ে ‘রেজিলিয়েন্স ইন এডুকেশনাল কন্টেক্সট’ বিষয়ে জয়েন্ট মাস্টার্স কোর্সে অংশ নেবেন তিনি।
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের কৃষক মো. মোশাররফ হোসেন ও গৃহিণী মোছা. খালেদা পারভীনের সন্তান রাজীব ২০১৫-১৬ সেশনে রাবিতে ভর্তি হয়ে ভাষাশিক্ষা স্ট্রিমে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় যথাক্রমে ৩.৭৬ ও ৩.৮৮ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন।
বর্তমানে তিনি একটি উন্নয়ন সংস্থায় মনিটরিং ও কারিকুলাম ডেভেলপার হিসেবে কাজ করছেন। ব্রিটিশ কাউন্সিল, সেইভ দ্য চিল্ড্রেনসহ বিভিন্ন সংস্থায় কাজের পাশাপাশি পিয়ার রিভিউড জার্নালে তার একাধিক গবেষণা প্রকাশিত হয়েছে।
সাংবাদিকতা, সাহিত্য ও সম্পাদকীয় কাজেও সক্রিয় রাজীব ২০২০ সালে “জীবন্ত ফসিল” নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন এবং বিভিন্ন লিটল ম্যাগ ও অনলাইন ম্যাগাজিনে কাজ করছেন।
স্কলারশিপ প্রসঙ্গে তিনি বলেন, এই অর্জন আমার স্বপ্নপূরণ। পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বব্যাপী শরণার্থী ও নিপীড়িত শিশুদের শিক্ষায় সহায়তা করতে তার অর্জিত জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ইউরোপের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়ন, সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, মাসিক বৃত্তি, ভিসা ও যাতায়াতসহ সকল খরচ বহনের সুযোগ দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।