ইলন মাস্ককে একহাত নিলেন সেলেনা গোমেজ
বিনোদন ডেস্ক: ইলন মাস্ক গত বছরের অক্টোবরে টুইটারের দায়িত্ব নেন। এরপর থেকেই টুইটারের ওপর আর ভরসা করতে পারছেন না সেলেনা গোমেজ। সম্প্রতি এমনটাই জানিয়েছেন এক সাক্ষাৎকারে।
সম্প্রতি ‘ভ্যানিটি ফেয়ার’-এ দেয়া এক সাক্ষাৎকারে টুইটার প্রসঙ্গে কথা বলেছেন সেলেনা গোমেজ। সেখানে বলেছেন, ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেয়ার পর থেকে টুইটারে বিদ্বেষমূলক বার্তা বেড়ে গেছে।
সেলেনা বলেন, ‘আমি মনে করি টুইটার প্রসঙ্গে আমার কিছু বলার প্রয়োজন নেই কারণ আমি যা মনে করি সেরকম ফিডব্যাক ইলন মাস্ক পাচ্ছেন। তাঁকে নিয়ে ভাবি না। কিন্তু টুইটার নিয়ে বলতে চাই…এটা আমার প্রিয় অ্যাপ নয় নিশ্চিত ভাবেই। এটা এখন আমার কাছে দায়িত্বহীন এবং অনিরাপদ মনে হয়।’
ইলন মাস্ক অক্টোবরে টুইটারের দায়িত্ব নেওয়ার পর এই প্লাটফর্মে অনেক ধরনের বিতর্কিত পরিবর্তন নিয়ে আসেন। তিনি টুইটারের প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করেন এবং অর্থের বিনিময়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের নিয়ম চালু করেন। এছাড়া টুইটারের কনটেন্ট যাচাই-বাছাই করার ব্যাপারে ইলন মাস্কের মনোভাবও ব্যাপকভাবে সমালোচিত হয়।
সূত্র: পিঙ্ক ভিলা
শুক্রবার ‘পাঠান’ দিবস ঘোষণা, ২২ দিনে রেকর্ড পরিমাণ যত কোটি আয়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।