জুমবাংলা ডেস্ক : ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা বিপুল উদ্যমে কোমর বেঁধে ধরতে শুরু করেছেন ইলিশ। মাছের আড়তগুলো সয়লাব হয়ে গেছে ইলিশে। এভাবে হঠাৎ করে বাজারে ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় কেজিপ্রতি দাম নেমে এসেছে ২০০ টাকায়। ঘটনাটি ঘটেছে বরিশালের পোর্ট রোড ইলিশ মোকামে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ইলিশের এত কম দাম দেখে উপস্থিত ক্রেতা হাবিবুর রহমান সোহেল বলেন, আধা কেজি ওজনের ৮টি ইলিশ মাত্র ১ হাজার ৬০০ টাকায় কিনেছি। চলতি মাসের প্রথম সপ্তাহে এগুলোর দাম ছিল সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা। পাশাপাশি ছোট ইলিশের কেজি ২০০ টাকা। বাজারে প্রচুর ইলিশ আসায় দাম কমেছে।
তবে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ধরা পড়া ইলিশের মধ্যে অধিকাংশের পেটে ডিম। সেক্ষেত্রে নিষেধাজ্ঞার সময়সীমা আরও ১৫ দিন পিছিয়ে অর্থাৎ ২২ অক্টোবর থেকে শুরু করে ২২ দিন করলে ভালো ফল পাওয়া যেত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।