আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টরাল ভোটেও এবার আনুষ্ঠানিকভাবে জয় পেলেন জো বাইডেন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
জো বাইডেন বলেছেন, মানুষের ইচ্ছার জয় হয়েছে। মার্কিন গণতন্ত্রকে ধাক্কা দেওয়া, পরীক্ষা করা এবং হুমকিতে ফেলা হয়েছিল। তবে স্থিতিশীলতা, সত্য এবং দৃঢ়তা প্রমাণ হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফল মেনে না নিয়ে যে টালবাহানা করছেন, সে ব্যাপারে বাইডেন বলেন, এটা পাতা উল্টে দেওয়ার সময়।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব গ্রহণের পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হলো- ইলেক্টরাল ভোটে জয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম অনুসারে ভোটাররা ইলেক্টর নির্বাচনের জন্য ভোট দেন। নির্বাচনের কয়েক সপ্তাহ পর ইলেক্টররা ভোট দেন। নভেম্বরের নির্বাচনে তিনশ ছয়টি ইলেক্টরাল কলেজ ভোট পান বাইডেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেক্টরাল ভোট।
কিন্তু কোনোভাবেই জো বাইডেনের কাছে হার মেনে নিচ্ছিলেন না ট্রাম্প। অবশেষে আনুষ্ঠানিকভাবে ইলেক্টররা ভোট দেওয়ার মধ্য দিয়ে বাইডেনের জয় নিশ্চিত হলো।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে বরাবরই ইলেক্টরাল ভোট হেরফের হতে দেখা যায় না। সে ক্ষেত্রে বাইডেনের ইলেক্টরাল ভোট তিনশ ছয় হতে কমে যাওয়া ট্রাম্পের পক্ষে বেশি হওয়ার কোনো সুযোগই ছিল না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।