জুমবাংলা ডেস্ক : স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন নিয়ে পার্শ্ববর্তী দেশের মিডিয়া গুজব ছড়াচ্ছে, বাংলাদেশের মিডিয়াকে সর্তক থাকতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে মানুষকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।
আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সব মিথ্যা মামলা বা মামলা বাণিজ্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ পরে ১৫ হাজার পরিবারকে শীতবস্ত্র বিতরণ ও আবু সাঈদ ফাউন্ডেশনে ১০ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আসফাকুজ্জান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে হওয়া মামলাগুলোর প্রকৃত দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে।
আবু সাইদ হত্যা মামলাটি দ্রুত শুনানি করাসহ অন্যান্য সব আসামিদের গ্রেপ্তার এবং একই সঙ্গে কোনো আসামিকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি আবু সাঈদের এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এরপর রংপুর পুলিশ লাইন অডিটোরিয়ামে জেলা ও মহানগর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।