আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। প্রথম এই ফ্লাইটে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জারেড কুশনার।
এছাড়াও আছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিইর বেন শাবাত ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান।
ইসরাইলের ‘এল আল’ বিমান সংস্থার ফ্লাইটটি আবুধাবিতে পৌঁছাবে আমিরাতের স্থানীয় সময় দুপুর তিনটা ৪৩ মিনিটে।
ইসরাইল ও মার্কিন কর্মকর্তারা আরব আমিরাতের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের জন্য একটি দিন ঠিক করবেন তারা।
গত ১৩ আগস্ট ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দেয় আরব আমিরাত। এরপর সেখানে ইসরাইলি বিমানের ফ্লাইট গেল।
মঙ্গলবার সকালে ফিরতি ফ্লাইটটি আরব আমিরাত থেকে ইসরাইলে রওয়ানা হওয়ার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।