ফের ইসরাইলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়ার সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: আবারো ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অঞ্চল লক্ষ্য করে গতরাত ৪টা ২০ মিনিটের সময় ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিমান থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করতে সক্ষম হয়েছে। খবর পার্সটুডে’র।

প্রতীকী ছবি

একটি সূত্র জানিয়েছে, ইসরাইলি হামলায় সিরিয়ার একজন বেসামরিক নাগরিক নিহত এবং কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে ইহুদিবাদী ইসরাইল রাজধানী দামেস্ক লক্ষ্য করে দুই দফা হামলা চালালো।

সোমবার ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমি থেকেই রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলের কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সেদিনও সিরিয়ার সেনারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছিল।

ইহুদিবাদী ইসরাইল মাঝে মধ্যেই সিরিয়ার ভূখণ্ডে এ ধরনের হামলা চালিয়ে আসছে। এর বিরুদ্ধে সিরিয়া দফায় দফায় জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে। কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে ইসরাইলকে থামানোর ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ নেয়া হয় নি।

দিন দিন পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে তাতে এই ধারণা জোরদার হচ্ছে যে, সময়ের ব্যবধানে সিরিয়া ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের কঠোর জবাব দেবে এবং তখন দুপক্ষের মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে।