আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ৬০টি দেশের নৌবাহিনী আরব উপসাগরে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে।
সোমবার শুরু হওয়া যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াটিতে রয়েছে পাকিস্তান, ওমান, ইয়েমেন ও সৌদি আরবের মত মুসলিম রাষ্ট্রগুলো।
আর এ মহড়ায় অংশ নিয়েছে ইহুদি রাষ্ট্র ইসরাইলও। যাদের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই পাকিস্তান, সৌদি আরব, ওমান ও ইয়েমেনের। খবর টিআরটি ওয়ার্ল্ড।
এর আগে ইসরাইলের সঙ্গে কখনো সমূদ্রে কোনো সামরিক মহড়ায় অংশ নেয়নি পাকিস্তান। কিন্তু এবার তারা ইসরাইলের সেনাদের সঙ্গে পাশাপাশি মহড়া দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, ১৮ দিনের এ মহড়ায় ৬০ দেশের ৫০টি নৌযান ও ৯ হাজার সৈন্য অংশ নিয়েছে। তাছাড়া রয়েছে ৮০টি ড্রোনও।
এমন সময়ে যুক্তরাষ্ট্র ৬০টি দেশকে নিয়ে মহড়া চালাচ্ছে যখন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়টি নতুন করে সামনে এসেছে ও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উত্তেজনা চলছে।
এদিকে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান বাহিনীর একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল পাকিস্তান। যেখানে ছিল ইসরাইলের বিমান সেনারা।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।