আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ কমান্ডার নিহতের পাল্টা পদক্ষেপ নিতে ইরানের ব্যর্থতাকে ভয়ের লক্ষণ হিসেবে দেখছেন ইয়েমেনের একজন সিনিয়র হুথি কর্মকর্তা। ইসরায়েলের হামলায় ইরানের নীরবতা মধ্যপ্রাচ্যের জন্য অপমান এবং সংঘর্ষের কারণ হতে পারে বলে মনে করছেন তিনি। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড কর্পসের কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার সাইয়েদ রাজি মৌসাভি নিহতের পর সোমবার (২৬ ডিসেম্বর) ইয়েমেনের আনসারুল্লাহ শুরা কাউন্সিলের নিরাপত্তা ও প্রতিরক্ষা কমিটির সদস্য আব্দুল সালাম জাহাফ এক বিবৃতিতে এ কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জাহাফ বলেন, ইসরায়েলিরা ইরানিদের আক্রমণ করতে অনেক দূর এগিয়ে এসেছে। তাই ইরানকে এর জবাব দিতে হবে। না হয় এটি সরাসরি যুদ্ধের দিকে এগিয়ে যাবে। সেক্ষেত্রে ইরানের প্রতিশোধ নেওয়া ছাড়া কোনও উপায় নেই।
ইরানের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ইসরায়েলের এই বিমান হামলা প্রতিশোধ নেওয়ার মতো। কিন্তু এখন প্রতিশোধ নেওয়ার সময় না। তাছাড়া একেবারে প্রতিক্রিয়া জানানো হয়নি বিষয়টা এমনও না।
এই উত্তেজনার মধ্যে তিনি আরও বলেন, ইরান এই ঘটনায় সচেতন রয়েছে। এই যুদ্ধের পরিণতি ভয়াবহ হবে।
প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলায় মৌসাভি নিহত হন। ইসরায়েল এই হামলা করেছে বলে অভিযোগ ইরানের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।