আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের কাছে অবস্থিত সানাপুর লেক এলাকায় ইসরায়েলি নারীকে ধর্ষণের ঘটনায় ওই শহরটি ছেড়ে যাচ্ছেন বিদেশি পর্যটকরা। গত কয়েকদিনে বহু বিদেশি পর্যটক ইউনেস্কোর ওই ঐতিহ্যবাহী স্থান ছেড়ে চলে গেছেন বলেও সংবাদ মাধ্যমে খবর এসেছে।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই অনেক বিদেশি পর্যটক বুকিং ক্যান্সেল করেছেন। অনেকে আবার তাদের পূর্ববর্তী ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতের ঘটনায় এর মধ্যে একজন ছিলেন স্থানীয় হোমস্টে অপারেটর হিসেবে কর্মরত একজন নারী, ইসরায়েলি একজন নারী, এক মার্কিন নাগরিক, মহারাষ্ট্রের একজন বাসিন্দা ও উড়িষ্যার এক যুবক।
এ বিষয়ে কোপ্পালের পুলিশ সুপার রাম আরাসিদ্দি বলেন, সানাপুরের কাছে ছয়ই মার্চ পাঁচজনের ওপর হামলা চালানো হয়। এর মধ্যে দু’জন বিদেশি পর্যটক। তিনি বলেন, হামলাকারীরা পুরুষদের মারধর করে এবং দুই নারীর ওপর যৌন নির্যাতন চালায়। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে হত্যার চেষ্টা, চুরি ও ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।
ওই ঘটনায় আরেক ভুক্তভোগী মার্কিন এক নাগরিক। এ নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, মার্কিন নাগরিকের ওপর এই হামলার ঘটনার বিষয়ে তারা অবগত।
ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কর্ণাটক পুলিশ দুই ব্যক্তিকে এর আগে গ্রেপ্তার করে। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরও এক যুবককে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।