আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে পদত্যাগের জোয়ার চলছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, ইসরায়েলের চিফ অফ স্টাফ হার্জি হালেভি ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলির ইসরায়েলে অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগপত্র জমা দিতে চলেছেন। ডিসেম্বরের তিনি এই পদত্যাগপত্র জমা দিতে পারেন।
ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ বলেছে, হালেভি এই বছরের শেষের দিকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণের কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে ব্যর্থতার তদন্তের উপসংহারেই এই সিদ্ধান্ত।
প্রতিবেদনে বলা হয়েছে, হালেভি তার সহযোগীদের সাথে কথোপকথনের সময় তার পদত্যাগের পরিকল্পনা প্রকাশ করেছিলেন।
ওই হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে তেল আবিব। এ সময়ে লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরাইলি সেনাবাহিনী। এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট ৮২০০-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি সারিয়েল পদত্যাগের ঘোষণা করেছেন।
সারিয়েলে ইসরায়েল সেনাবাহিনীর সাত শীর্ষ কর্মকর্তাদের একজন। তিনিও ৭ অক্টোবরের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাকে ইউনিট কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়।
গত তিন মাসে ইসরায়েলি সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা পদত্যাগ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।