আন্তর্জাতিক ডেস্ক: সম্পর্ক স্বাভাবিকীরণের চুক্তি থেকে এখনও অনেক দূরে অবস্থান করছে ইসরায়েল ও সৌদি আরব। আঞ্চলিক দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রতিরক্ষা চুক্তি এবং একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি অন্তর্ভুক্ত করা হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার সিএনএনে প্রচারিত এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
মার্কিন কর্মকর্তারা দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তিতে পৌঁছানোর জন্য দীর্ঘদিন ধরে আলোচনা করছেন।
সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘আমরা সেখান থেকে অনেক দূরে। আমাদের অনেক কথা বলার আছে।’
ইসরায়েলের জ্বালানি মন্ত্রী গত মাসে সৌদি আরবে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি বিকাশের মার্কিন পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। এটি ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া ফিলিস্তিনীদের প্রতি সৌদি আরবের সহানুভূতিশীল নীতির কারণে তেল আবিবের সঙ্গে রিয়াদের সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা ব্যর্থ হচ্ছে বলে স্বীকার করেছে ইসরায়েলের ডানপন্থি জাতীয়তাবাদী সরকার।
বাইডেন বলেছেন, ‘…আমরা এই অঞ্চলে অগ্রগতি করছি। এবং এটি আচরণ এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের কাছে কী বলা হয়েছে তার উপর নির্ভর করে। একদম খোলাখুলিভাবে বলতে গেলে, আমি মনে করি না যে, ইসরায়েলের সাথে তাদের (সৌদি) খুব বেশি সমস্যা আছে। আমরা এমন একটি উপায় বের করব যার মাধ্যমে তারা বেসামরিক পারমাণবিক শক্তি পেতে পারে কিংবা তারা তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে।’