আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি পাসপোর্টধারী নাগরিকরা সৌদিতে কোন ধরণের ভ্রমণ করতে পারবেনা বলে জানিয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। খবর সিএনএন এ্যারাবিক, আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল’র।
প্রিন্স ফয়সাল বলেন, আমারা খুব স্পষ্টভাবেই বলতে চাই আমাদের নীতিতে কোন পরিবর্তন নেই। ইসরায়েলি পাসপোর্টধারী নাগরিকরা সৌদি আরবে ভ্রমণের কোন সুযোগ পাচ্ছেন না আপাতত।
রোববার ইসরাইলি স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়েহ ডেরি বলেন, ইসরাইলের মুসলমান ও ইহুদিদের সৌদি আরবে ধর্মীয় ও ব্যবসায়িক সফরে যাওয়ার অধিকার রয়েছে।
Advertisement
অধিকাংশ আরব দেশের মতো অবৈধ ইসরাইলের সঙ্গে সৌদি আরবের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। কেবল জর্ডান ও মিসরের সঙ্গে শান্তিচুক্তি রয়েছে ইসরাইলের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।