আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চল থেকে আসা খাদ্যপণ্যে প্রয়োজনীয় লেবেল সংযুক্ত করতে নির্দেশ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বোচ্চ আদালত।
সম্প্রতি দ্যা ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে) জানান, ইইউর ফুড লেবেলিং নীতির আওতায় খাদ্যপণ্য কোত্থেকে আসছে, বিষয়টি উল্লেখ করা আবশ্যক, যাতে ভোক্তারা তাদের নৈতিক বিবেচনাবোধ ব্যবহার করে সিদ্ধান্ত নিতে পারেন। আদালতের রায়ে আরো বলা হয়, কিছু পণ্যে ‘ইসরায়েল রাষ্ট্র’ থেকে এসেছে, এমন লেখা থাকে, যা আসলে কোনো অধিকৃত ভূখণ্ড থেকে আসা।
ইইউ আদালতের ২০১১ সালের নীতিমালার আওতায় পণ্যের উৎপাদন স্থলের কথা এ কারণে লেখা হয়, যাতে ভোক্তারা শুধু খাদ্যের স্বাস্থ্য, অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক বিবেচনাই নয় বরং আন্তর্জাতিক আইন মান্য করা হলো কিনা, সে বিষয়গুলোও বিবেচনায় নিতে পারে। এসব বিবেচনায় ভোক্তাদের কেনাকাটার সিদ্ধান্ত প্রভাবিত হবে বলে মনে করছে ইসিজে।
সূত্র: এএফপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।