জুমবাংলা ডেস্ক : চিকিৎসক সমাজকে ইসলামী দাওয়াতের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, চিকিৎসকরা ইসলামী দাওয়াতের কাজ করলে মানুষ তাদের সম্মান করে। মানুষের কাছে তাদের কথার গুরুত্ব অনেক।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘মেডিকেল দাওয়াহ সোসাইটি অব বাংলাদেশ’ আয়োজিত দিনব্যাপী সেমিনারে তিনি এসব কথা বলেন।
ইসলাম প্রচারে মধ্যমপন্থা অবলম্বনের আহ্বান জানিয়েছে ড. আজহারী বলেন, ইসলাম প্রচারে মধ্যমপন্থা অবলম্বন করা উচিত। আমরা বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়িও করব না। সততা, ব্যক্তিত্ব, লেনদেন, আচরণ ও চরিত্রের মাধ্যমে দাওয়াতি কাজের কার্যকারিতা অনেক বেশি। মুখের কথার মাধ্যমে যে দাওয়াত তার চেয়ে দৈনন্দিন জীবনের মাধ্যমে আকৃষ্ট করা যায়।
দেশ বরেণ্য এই ইসলামি বক্তা বলেন, ইসলাম প্রচারে মুখের কথার চেয়ে আচরণ, ব্যক্তিত্ব, সততা বেশি কার্যকর। আর মানুষকে শুধরাতে বলার আগে নিজে পরিবর্তন হওয়া জরুরি। আমরা যখন ইসলামের জন্য দাওয়াত দেই তখন ‘মানহাজুল ওসাতিয়াহ’ অর্থাৎ মধ্যমপন্থা মেনে চলব। বর্তমানে ছাত্ররা যে দল করেছে, তারাও মধ্যমপন্থা অবলম্বন করছে। আমি অবশ্য এখানে সেটা বলছি না।
‘ফেরাউনের ক্ষেত্রেও হযরত মুসাকে (আ.) কোমল ভাষায় দাওয়াত দেওয়ার কথা বলেছেন মহান আল্লাহ। তাহলে বর্তমানে আমাদের চারপাশে যারা জালিম তারা কি ফেরাউনের চেয়ে বেশি?’ প্রশ্ন রাখেন আজহারী।
সেমিনারে ইবাদতের পরিবেশবান্ধব হাসপাতাল বিষয়ে বক্তব্য দেন মালয়েশিয়ার আল-ইসলামিয়া হাসপাতালের পরিচালক ডা. ইসহাক মাসুদ। এসময় চিকিৎসায় নৈতিকতার চর্চা বিষয়ে কথা বলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।