Advertisement
বিনোদন ডেস্ক : মুসলিমে ধর্মান্তরিত হয়েছেন তামিল সুপারস্টার সুরিয়া। বিগত কিছু দিন ধরেই হোয়াটসঅ্যাপে চাঞ্চল্য ছড়াচ্ছে এ ঘটনা। তবে ভারতীয় পত্রিকা এই সময়ের প্রতিবেদনে দাবি করা হয়, তামিল সুপারস্টার সুরিয়া আদতে হিন্দু ধর্মেই বিশ্বাসী। তাঁর মুসলিমে ধর্মান্তর হওয়ার গুজবটি পুরোপুরি ভুয়া।
এর আগে ৩ মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়। তামিল সুপাস্টারের মাথায় সাদা টুপি। অভিনেতা সুরিয়া গাড়ি থেকে নামা মাত্রই তাঁকে রীতিমতো মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন মুসলিম ধর্মাবলাম্বী কিছু মানুষ। পরক্ষণেই তিনি একটি মসজিদে প্রবেশ করছেন। আর সেখানে যাওয়া মাত্রই তাঁর মাথায় লাল কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে।
Surya ..embraces ..Islam https://t.co/2uD9t6z03C via @YouTube
— Naveen Vi ® (@naveenkvst) September 1, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।