Advertisement
জুমবাংলা ডেস্ক : নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ এনে ফের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে চিঠি দিয়েছেন দেশের ৪২ বিশিষ্ট নাগরিক। একইসঙ্গে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন তারা। এছাড়া রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময়ের সুযোগ দানের জন্য অপেক্ষায় রয়েছেন বলে জানানো হয়েছে।
সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক স্বাক্ষরিত এক চিঠিতে তারা এ দাবি জানান।
এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর কেএম নুরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, ও অর্থ সংশ্লিষ্ট গুরুতর অসদারচণের অভিযোগ এনে প্রেসিডেন্ট বরাবর বিবৃতি দেন তারা।
সু-শাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৭ জানুয়ারি আমরা রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি। এখন আমরা তার সাক্ষাতের অপেক্ষায় রয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।