জুমবাংলা ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মার্চ) সাভারের আশুলিয়ায় ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত এ খেলায় কর্মকর্তাদের অংশগ্রহণে গঠিত ইইউ গ্ল্যাডিয়েটরস দল চ্যাম্পিয়ন হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু করে ৯ মার্চ। ইস্টার্ন ইউনিভার্সিটির কর্মকর্তাদের চারটি দল এবং কর্মচারিদের তিনটিসহ মোট সাতটি দল টুর্নামেন্টে অংশ নেয়। কর্মকর্তাদের দুটি দল ইইউ গ্ল্যাডিয়েটরস ও ইইউ কিংসের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শনিবার।
এতে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন ইইউ কিংসকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইইউ গ্ল্যাডিয়েটরস। ইইউ কিংসের আবুল হাশিম রনি ৫টি গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হন।