জুমবাংলা ডেস্ক : মাদক ব্যবসায়ী বাবাকে ইয়াবাসহ পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে ৯ বছরের শিশু সন্তান। তার অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ফাঁড়ি পুলিশ ৯ পিস ইয়াবাসহ মো. লালন তালুকদারকে আটক করে।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২ নম্বর চরাদী ইউনিয়নের সতরাজ গ্রামে। আটককৃত মাদক ব্যবসায়ী লালন তালুকদার ওই গ্রামের মৃত লাত্তু আলী তালুকদারের ছেলে।
তথ্য নিশ্চিত করে বাকেরগঞ্জের চরামদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, ‘বিকেলে আমরা শতরাজ গ্রামে অভিযানে যাই।
এসময় লাল মিয়ার শিশু কন্যা আমাদের কাছে এসে তার বাবার ইয়াবা ব্যবসা সম্পর্কে জানায়। শিশু বলে তার বাবা ইয়াবা বিক্রি এবং সেবনও করে। ইয়াবা সেবন করে তার মাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনও করে। তাদের বাড়িতে এখনো ইয়াবা রয়েছে বলে পুলিশকে তথ্য দেয়।
ফারুক হোসেন আরও বলেন, ‘শিশুর দেওয়া অভিযোগের ভিত্তিতে তাদের নিজ ঘর থেকে লালন তালুকদারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায় লালন তার ঘরে লুকিয়ে রাখা ৯ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।’
এসআই ফারুক জানান, অভিযানকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাছাড়া এই ঘটনায় বাকেরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।