Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে হামলা চালিয়ে ১৬০ হুতি যোদ্ধাকে হত্যার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। এক বিবৃতিতে জানানো হয়েছে, মারিব এলাকায় গত ২৪ ঘন্টায় মোট ৩২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতেই ব্যাপক সংখ্যক হুতি যোদ্ধাকে হত্যা সম্ভব হয়েছে। এছাড়া হুতি ব্যবহৃত ১১টি যুদ্ধযানও ধ্বংস করা হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। এ খবর দিয়েছে আরব নিউজ।
খবরে বলা হয়, মারিব প্রদেশের আবেদিয়া জেলায় এই অভিযান পরিচালনা করা হয়। গত ২৩ সেপ্টেম্বর এই জেলা দখলে নেয় হুতি। তাদেরকে সেখান থেকে উৎখাতে ইয়েমেনের সেনাদের সাহায্য করছে আরব জোট। জোটটির দাবি, ইয়েমেনের নাগরিকদের রক্ষায়ই হুতিকে আটকাচ্ছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।