আন্তর্জাতিক ডেস্ক : ই-মেইলে পাঠানো হয়েছে বার্তা। আর তাতেই ঘটে গেছে তুলকালাম। মেইল পাঠানোর ফলে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রায় ১০০ স্কুল। আর এসব স্কুলের শিক্ষার্থীদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (০১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০০ স্কুলে ই-মেইল পাঠানো হয়েছে। এতে সেখানে বোমা ও বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে। এরপরই ঘটে তুলকালাম। এসব স্কুলের সব শিক্ষার্থীকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। দ্রুতই খালি করা হয়েছে এসব স্কুল প্রতিষ্ঠান। আর ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে।
দিল্লি পুলিশ জানিয়েছে, হুমকির পর স্কুলগুলোতে তল্লাশি চালানো হয়েছে। তবে এতে কোনো কিছু পাওয়া যায়নি।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকালে প্রায় ১০০ স্কুলে এ মেইল পাঠানো হয়েছে। মেইল পাঠানোর পর অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছাড়িয়ে পড়ে। এরপর স্কুল বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি নিছক প্রতারণা।
দিল্লির গভর্নর লেফটেন্যান্ট ভি কে সাক্সেনা বলেন, পুলিশ হামলার হুমকির ই-মেইলের উৎস খুঁজে পেয়েছে। এটি একটি প্রতারণা বলে ধারণা করা হচ্ছে।
ভারতের বিভিন্ন টেলিভিশনে দেখা গেছে, দিল্লি ও নয়ডাজুড়ে স্কুলগুলোর সামনে অভিভাবকরা সন্তানদের বাড়ি ফেরাতে অপেক্ষা করছেন। পুলিশের স্পেশাল টিম, ডগ স্কোয়াড এবং বোম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি চালিয়ে যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা সংস্থাগুলো সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করবে।
দিল্লিতে ই-মেইলে এ ধরনের বোমা হামলার হুমকি নতুন নয়। এর আগেও এ ধরনের হুমকি রাজধানীর বিভিন্ন স্কুলে দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে তল্লাশি চালিয়ে এসব ভুয়া বলে প্রমাণিত হয়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.