জুমবাংলা ডেস্ক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার (৩১ মে) দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, পণ্যপরিবহন ও পশু পরিবহনে গুরুত্ব দেয়া হবে। পশু পারাপার উম্মুক্ত থাকবে। মোটরসাইকেল লঞ্চে পারাপারের বিষয়টিও দেখা হচ্ছে। ঘাট সবগুলোই চালু থাকবে। উপকূলীয় এলাকায় যাত্রী পরিবহনে বাড়তি উদ্যোগ নেয়া হবে। যে সকল জায়গায় নৌরুটে যাত্রি পরিবহন হয় না কিন্তু পণ্য পরিবহন হয়। সেটি বিআইডব্লিউটিএ অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন পচনশীল পণ্য ছাড়া অন্যান্য পণ্য পরিবহন বন্ধ থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।