কুবি প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ দিনের ছুটি শেষে মঙ্গলবার (২০ আগস্ট) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। তবে গত রবিবার (১৮ আগস্ট) থেকেই বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডার সুত্রে জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৬ আগস্ট থেকে ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ছিলো। মঙ্গলবার (২০ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা শুরু হবে।
এদিকে ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শনিবার (১৭ আগস্ট) থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। পরিবার ও প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে ইতোমধ্যেই ক্যাম্পাসে ফিরছেন শিক্ষার্থীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।