জুমবাংলা ডেস্ক : ঈদের ছুটি শুরু হওয়ার আগে শিল্পশ্রমিকদের মে মাসের বেতন পরিশোধ এবং চলতি মাসের শুরুর দিকেই যেন বোনাস পরিশোধ করার আহ্বান জানিয়েছে শিল্প পুলিশ।
শনিবার (১ জুন) রাজধানীর উত্তরায় শিল্প পুলিশের সদরদপ্তরে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।
পাশাপাশি ঈদের আগে যুক্তিসংগত কারণ ছাড়া কোনো শ্রমিককে ছাঁটাই না করা এবং লে অব না করারও অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
শিল্প পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমানের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ’র নেতারা ছাড়াও বেপজা, কলকারখানা অধিদপ্তর ও শ্রম অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি চট্টগ্রামস্থ বিজিএমইএ, বিকেএমইএ, চট্টগ্রাম ইপিজেট, কর্ণফুলী ইপিজেট ও কোরিয়ান ইপিজেডের প্রতিনিধিরা ভার্চুয়ালি সংযুক্ত হন।
সভায় শিল্প পুলিশের প্রধান মো. মাহাবুবর রহমান বলেন, মালিকরা শ্রমিকদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ করেন, তাহলে শিল্প সেক্টরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এতে ঈদের আগে মহাসড়কগুলোও নিরাপদ থাকবে। যেসব শিল্পকারখানার মালিক যথাসময়ে শ্রমিকদের বেতন-বোনাস ও পাওনা পরিশোধ না করে প্রবাসে অবস্থান করবেন, তাদের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠন ব্যবস্থা নেবে।
শিল্প পুলিশ প্রধান বলেন, শ্রমিক ভাইবোনদেরও দায়িত্বপূর্ণ ও সংযত আচরণ করতে হবে। ঈদ উপলক্ষে শিল্প পুলিশের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
সভায় বিজিএমইএর সহসভাপতি মোঃ নাসির উদ্দিন বলেন, সংগঠনভুক্ত কোনো কারখানা ঈদের আগে যথাসময়ে বেতন-বোনাস দিতে ব্যর্থ হলে সংগঠনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ওই সভায় বিভিন্ন কলকারখানার বেতন পরিশোধের বর্তমান পরিস্থিতি এবং কোন মালিক বেতন দিতে ব্যর্থ হলে বিকল্প উপায় বের করতে মালিক-সংগঠনকে অনুরোধ করা হয়। মালিক-শ্রমিকের সমঝোতার ভিত্তিতে যেন ছুটি নির্ধারণ করা হয়, সে বিষয়েও অনুরোধ আসে পুলিশের পক্ষ থেকে।
শিল্প পুলিশের একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, ঈদকে কেন্দ্র করে শিল্পকারখানায় যাতে বিশৃঙ্খলা না হয়, সেজন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেতন-বোনাস দিতে সমস্যা হতে পারে-এমন কারখানা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এবারের ঈদে এই ধরনের সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে।
ওই কর্মকর্তা বলেন, কোনো অপশক্তি যাতে শ্রমিকদের ব্যবহার করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ঈদের ৭ দিন আগে থেকে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ২৪ ঘণ্টা শিল্প পুলিশের কন্ট্রোল রুম ও হটলাইন সচল রাখারও সিদ্ধান্ত হয়।
রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত প্রচেষ্টা নিন : জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।