Views: 35

অর্থনীতি-ব্যবসা জাতীয়

ঈদের ছুটি শেষে আজ অফিস খুলেছে

জুমবাংলা ডেস্ক: ঈদুল ফিতরের তিন দিনের সরকারি ছুটি শেষে আজ সকাল থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বীমা ও শেয়ারবাজারে কার্যক্রম শুরু হয়েছে।

অফিস খুললেও কর্মীদের উপস্থিতি ছিল কম। কাজকর্ম চলছে ঢিলেঢালা। সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হয় এবং শেষ হয় গতকাল শনিবার।

শুক্রবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে আগে থেকেই সরকারের নির্দেশনা ছিল ঈদের ছুটিতে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে থাকতে হবে। একই সঙ্গে ঈদের ছুটি একদিন কমিয়েও দেওয়া হয়েছে। গত বুধবার ২৯ রজমানও অফিস খোলা ছিল।

এবার ঈদের ছুটির দুদিনই গেছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে। করোনা সংক্রমণের কারণে লকডাউনের মধ্যে জরুরি সেবা দেওয়া দপ্তর ছাড়া সরকারি অন্যান্য অফিস বন্ধ রয়েছে।

এপ্রিলের শুরুতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রথমে যানবাহন চালু রেখে লকডাউন দেয় সরকার। পরে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে তিন দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আজ মধ্যরাতে। বিধিনিষেধের মেয়াদ আরও এক দফা বাড়িয়ে আগামী ২৩ মে পর্যন্ত নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

রাত থেকে দেশের যে এলাকায় কঠোর লকডাউন

rony

প্রাথমিক সমাপনী পরীক্ষা হচ্ছে না, যেভাবে প্রমোশন

rony

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

rony

দীর্ঘ যানজট কমাতে গাজীপুর-ঢাকা বিশেষ ট্রেন চালু

rony

মা-বাবা-বোনকে খুন: সামনে আসছে যেসব চাঞ্চল্যকর তথ্য

rony

দুই স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, যার জিম্মায় দেওয়া হলো ত্ব-হাকে

globalgeek