জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঈদের নামাজ পড়া হলো না কিশোর হৃদয়ের (১৬)। পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়েতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহারান তিনি। এ সময় গুরুতর আহত হয় তার চাচাতো ভাই রিফাত (১১)। গুরুতর আহত অবস্থায় রিফাতকে উদ্ধার করে চুয়াডাঙ্গার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে চাচাতো ভাই রিফাতকে নিয়ে মোটরসাইকেল নিয়ে ঈদের নামাজ পড়তে যাচ্ছিলেন হৃদয় ও রিফাত। পথে লোকনাথপুর পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় রিফাত। খবর পেয়ে পরিবারের সদস্যরা নিহত হৃদয়ের লাশ নিয়ে বাড়ি ফেরে।
এ দিকে পরিবারের অন্য দু’জন সদস্য গুরুতর আহত রিফাতকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: উৎপল বিশ্বাস রিফাতকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।