জুুমবাংলা ডেস্ক : ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও সীমিত পরিসরে চালু থাকবে ট্রেন। টিকিটও বিক্রি হবে শুধু মাত্র অনলাইনে।
Advertisement
শনিবার (১৮ জুলাই) বেসকারি এক টিভি চ্যানেলকে একথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি জানান, করোনা রোধে ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোন পরিকল্পনা নেই রেলের, চলবে স্বাস্থ্যবিধি মেনেই। এছাড়া, ঢাকা বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা।
আর টিকিট বিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে সে কাজের সবশেষ অবস্থাও পরিদর্শন করেন রেলমন্ত্রী। বলেন, গরু-ছাগল পরিবহনের জন্য যে এনিমেল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সে বিষয়ে এখনো কোনো সাড়া মেলেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।