
জুমবাংলা ডেস্ক: ঈদের আগে শহর ছেড়ে দলে দলে মানুষের ঘরমুখী হওয়ার প্রবণতায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে পারে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খবর ইউএনবি’র।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।
কাদের বলেন, ‘করোনাভাইরাস সংকট মোকাবেলায় আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি এ সংযমের মাসেও মানুষ সামাজিক দূরত্ব না মেনে দলে দলে গ্রামের দিকে যেতে শুরু করেছে। শহর থেকে গ্রামে যাওয়ার এ প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।’
আওয়ামী লীগ সাধারণ সসম্পাদক কাদের এ সময় দলীয় নেতাকর্মীদের গৃহহীন ভাসমান মানুষের তালিকা তৈরি করে ত্রাণ সহায়তা দেয়ারও আহ্বান জানান। আর ত্রাণ বিতরণে যে কেনো ধরণের অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারিও করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।