জুমবাংলা ডেস্ক: মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা সামনে রেখে কঠোর লকডাউন শিথিল করে গণপরিবহন চালুর অনুমতি দিয়েছে সরকার। অর্ধেক আসন ফাঁকা রেখে আগের মতো ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় যাত্রী পারাপার করা হবে। যাত্রীকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এসব অমান্য করলে আইনি ব্যবস্থা নেবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার (১৩ জুলাই) কঠোর লকডাউন শিথিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করার পর এ আহ্বান জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
পরিবহন চলাচলে শ্রমিক ও যাত্রীদের মুখে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান খন্দকার এনায়েত উল্যাহ বলেন, যেসব গণপরিবহন যাত্রী পারাপারে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি পরিপালন করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, আমরা সব মালিক ও শ্রমিকদের কাছে আহ্বান জানিয়েছি তারা যেন স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের পরিবহন পরিচালনা করেন। যারা সরকারের এই নিয়ম প্রতিপালন করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব আরও বলেন, অর্ধেক আসন ফাঁকা রেখে আগের মতো ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় যাত্রী পারাপার হবে। যাত্রীকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এগুলো আমাদের মালিক, পুলিশ, শ্রমিক, চালক ও হেল্পাররা দেখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



