জুমবাংলা ডেস্ক : ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে গত বৃহস্পতিবার। অন্য বছরের মতো প্রস্তাবিত বাজেটের পর নিত্যপণ্যের বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে কোরবানির ঈদকে ঘিরে এরই মধ্যে বাজারে পেঁয়াজ, আদা, আলু ও কাঁচা মরিচসহ বেশ কিছু পণ্যের দাম বেড়ে বিক্রি হচ্ছে। তবে সপ্তাহের ব্যবধানে বাজারে মুরগির দাম অনেকটাই কমে বিক্রি হতে দেখা গেছে।
গতকাল শুক্রবার রাজধানীর রামপুরা, বাড্ডা ও জোয়ারসাহার বাজার ঘুরে দেখা গেছে, ঈদকে ঘিরে মসলাজাতীয় পণ্য পেঁয়াজ, রসুন ও আদার চাহিদা বেড়েছে। যার ফলে গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে মানভেদে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। আদা কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে মানভেদে ২৮০ থেকে ৩২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আলু কেজিতে পাঁচ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এখনো আগের চড়া দামেই বাজারে ডিম বিক্রি হচ্ছে, প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। খুচরায় কেজিতে আরো ২০ টাকা বেড়ে কাঁচা মরিচ কেজি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত আছে রসুনের দাম। দেশি রসুন কেজি ২০০ থেকে ২২০ টাকা ও আমদানীকৃত রসুন কেজি ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত কমে ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা ও সোনালি মুরগি কেজি ৩৪০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মুরগির দাম কমলেও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস। প্রতিকেজি গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
নিত্যপণ্যের বাজারে বাজেট ঘোষণার কোনো প্রভাব পড়েছে কি না জানতে চাইলে রাজধানীর জোয়ারসাহারা বাজারের মেসার্স ভাই ভাই স্টোরের ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, ‘এবার বাজেটে বেশ কিছু নিত্যপণ্যের আমদানিতে শুল্ক কমানো হয়েছে। এতে অনেক পণ্যের দাম কিছুটা কমতে পারে। যদিও এর প্রভাব বাজারে পড়তে মাসখানেক সময় লাগবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



