
পাবনার ঈশ্বরদীতে বিএনপি–জামায়াতের সংঘর্ষের সময় অস্ত্র হাতে গুলি ছোড়ার ঘটনায় ফেসবুকে ভাইরাল হওয়া যুবকের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। অভিযুক্ত তুষার মণ্ডল জামায়াতের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
ঈশ্বরদীতে শনিবার বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র হাতে গুলি ছোড়া যে যুবকের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, তিনি জামায়াতের কর্মী তুষার মণ্ডল—এ তথ্য রোববার (৩০ নভেম্বর) রাতে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুর নূর।
পুলিশ জানায়, ভাইরাল ভিডিওর ভিত্তিতে তুষার মণ্ডলের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, তুষার পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।
এ ঘটনায় দায়ের করা পাল্টাপাল্টি দুই মামলায় এখন পর্যন্ত বিএনপি ও জামায়াতের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতের অভিযানে জামায়াতের দুজন ও বিএনপির তিন কর্মীকে আটক করা হয়। রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আব্দুর নূর বলেন, দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে মামলা করেছে। দুপক্ষের মামলার বিষয়ে পুলিশ তদন্ত করছে। আমরা আইনি প্রক্রিয়া অনুযায়ী আসামিদের গ্রেপ্তার করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীতে সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে নির্বাচনী প্রচার চালাতে গেলে জামায়াত ও বিএনপির এ সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। ফেসবুকে ছড়ানো ছবিতে দেখা যায়, রাস্তায় বেশকিছু লোকজনের জটলার মধ্যে সাদা টি-শার্ট ও জিনসের প্যান্ট পরা এক যুবক ডান হাতে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



