স্পোর্টস ডেস্ক: উইন্ডিজের বোলিং আক্রমণ খুবই শক্তিশালী এবং আগামী ৮ জুলাই শুরু হওয়া টেস্ট সিরিজে তা মোকাবেলা করতে তার দলকে ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। এমনটিই বলেছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুট।
বিবিসি স্পোর্টসকে রুট বলেন, উইন্ডিজের দক্ষতা সম্পর্কে এবং তারা কি নিয়ে সিরিজ শুরু করবে আমরা সে সম্পর্কে অবগত আছি। একটা বিষয় আমরা বুঝতে পেরেছি আর তা হলো তাদের বোলিং আক্রমণ কতটা শক্তিশালী। আমাদের প্রস্তুতিটা সত্যিই গুরুত্বপূর্ণ এবং আমরা সব কিছুর জন্যই প্রস্তুত।
২০১৯ সালে টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি হাকিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রতিপক্ষ অধিনায়ক জেসন হোল্ডার সম্পর্কে রুট বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে শ্রদ্ধাভাজনদের একজন হচ্ছেন জেসন। তরুণ বয়স থেকেই তিনি দলে নিজের কাজটা করে আসছেন এবং তার ক্যারিয়ারের সেরা সময়ে আমরা তাকে দেখছি।
নিজ মাঠে উইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে রয়েছেন, অধিনায়ক জেসন হোল্ডার-কেমার রোচ-আলজারি জোসেফ-শ্যানন গাব্রিয়েল। এই বোলিং আক্রমণ উইন্ডিজের মাটিতে সর্বশেষ সিরিজে ইংল্যান্ডকে বেশ ভুগিয়েছে। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হারে ইংলিশরা।
প্রথম টেস্টে খেলার সম্ভাবনা নেই ইংলিশ অধিনায়ক রুটের। কারণ সন্তাসম্ভবা স্ত্রীর পাশে থাকবেন তিনি। তারপরও দলের সাথে অনুশীলন করছেন রুট। এরমাঝেই প্রতিপক্ষকে নিয়ে নিজের পরিকল্পনা সাজাচ্ছেন এবং তা দলের সতীর্থদের সাথে শেয়ারও করছেন।
কেবল বোলিং নয়, উইন্ডিজের ব্যাটসম্যানরা জ্বলে উঠলে সমস্যায় পড়তে হবে ইংলিশদের। এ নিয়ে রুট বলেন, গত সিরিজে উইন্ডিজের ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলেছে। সাথে বোলাররাও। তাই সিরিজটি আমাদের হারতে হয়েছে। এবার নিজেদের কন্ডিশনে খেললেও আমরা প্রতিপক্ষকে নিয়ে অনেক বেশি সর্তক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।