বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: উইন্ডোজ ১১ তে স্ন্যাপ ও রিসাইজ এর ফিচারে আরও ডেভেলপমেন্ট করা হয়েছে। এখন অনেক লে-আউট অপশন যুক্ত হয়েছে। একাধিক উইন্ডোজ ব্যবহারের অপশন যেহেতু আছে কাজেই বামে বড় উইন্ডোজ ও পাশে একাধিক ছোট উইন্ডোজ রেখে নিজের মতো অ্যাপস দিয়ে সাজাতে পারবেন।
মাইক্রোসোফট টিম নামে নতুন অ্যাপস বিল্ট-ইন ইনস্টল করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে মেসেজিং, ভিডিও কল, কনফারেন্স এর আয়োজন করতে
পারবেন। মোবাইলেও উইন্ডোজ এর সাথে sync করে এ ফিচার উপভোগ করতে পারবেন। আপনার বন্ধুকে ওয়েব লিংক দিয়ে দিলে তিনি জয়েন করতে পারবেন। সাইন আপ বা রেজিস্ট্রার করতে হবে বিষয়টি বাধ্যতামূলক নয়। তবে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রার করলে আপনি সব ধরনের ফিচার উপভোগ করতে পারবেন।
ফোকাস সেশন নামে নতুন ফিচার যোগ হয়েছে উইন্ডোজ ১১ তে। আপনি গুরুত্বপূর্ন কাজে ব্যস্ত থাকলে নোটিফিকেশন ও মেসেজ দ্বারা যেনো বিরক্ত না হোন সেজন্য এ ফিচার চালু করা হয়েছে। এ সময় ভিডিও কল বা মেসেজের কোন নোটিফিকেশন পাবেন না। মনযোগের ব্যাঘাত ঘটা ব্যতীত টানা ৪৫ মিনিট আপনি নিজের ব্যক্তিগত কাজ সেরে ফেলতে পারবেন।
মাইক্রোসফট ফাইল এক্সপ্লোরার মেনুতে কিছুটা পরিবর্তন এসেছে। অপ্রয়োজনীয় বিষয় দূর করা হয়েছে ও কপি, পেস্ট, কাট, শেয়ার ও ভিউ এর অপশন রাখা হয়েছে। নতুন ফোল্ডার ও শর্টকার্ট তো অবশ্যই ব্যবহার করতে পারবেন।
সাউন্ড সেটিং এ সব ধরনের ফিচারই যোগ করা হয়েছে। ব্লুটুথ বা ওয়াইফাই এর মাধ্যমে সব ধরনের সাউন্ড ডিভাইস যোগ করা যাবে। Setting>System>Sound>Add device এ যান। এ অপশন থেকে মাইক্রোফোন সহ সবকিছুই ব্যবহার করতে পারবেন। অডিও আউটপুট কেমন হবে এটাও আপনি নির্ধারণ করতে পারবেন। মনো অডিও সেটিং ব্যবহার করতে পারবেন। ভার্চুয়াল অডিও সেটাপ বা লাউড কতটুকু হবে এসব বিষয় ছাড়াও এডভান্সড লেভেলের জায়গা থেকে Sound Enhancement পদ্ধতি ব্যবহার করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।