Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home উকিল সেজে মেরে পুঁতে দিল কংক্রিটের স্ল্যাবের নিচে
    অন্যরকম খবর

    উকিল সেজে মেরে পুঁতে দিল কংক্রিটের স্ল্যাবের নিচে

    উকিল সেজে মেরে পুঁতে দিল কংক্রিটের স্ল্যাবের নিচে
    rskaligonjnewsDecember 15, 20224 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: ডোরিস ডোনেগান ডি ডি মুর। তিনি এক দশকেরও বেশি সময় ধরে হাজতে ছিলেন। যাবজ্জীবন হয়েছে এই নারীর। খুনের অপরাধে। এক লটারিজয়ীকে খুন করেছিলেন তিনি। তার আগে সেই নিরীহ মানুষটির বিশ্বাস অর্জন করে টাকা হাতিয়ে নিয়েছিলেন। এখন জেলে বসে আমেরিকার ফ্লোরিডায় লটারি সংক্রান্ত বিল পাশ করানোর জন্য সওয়াল করছেন।

    উকিল

    কী রয়েছে সেই বিলে? বিলে বলা হয়েছে, লটারি জেতার পর জয়ীর নাম অন্তত ৯০ দিন প্রকাশ্যে আনা যাবে না। প্রকাশ্যে আনলে অনেক সময়ই সেই জয়ী প্রতারণার শিকার হচ্ছেন। বহু সময় খুন হয়েছেন। জেলে বসে মুর দাবি তুলেছেন, সময়সীমা ৯০ দিন থেকে বাড়িয়ে আরো বেশি করা দরকার। ফ্লোরিডার ট্যাম্পার বাসিন্দা ছিলেন ডোরিস ডোনেগান ডি ডি মুর। এখন যে বিলের জন্য সওয়াল করছেন, সেই বিল আনার অন্যতম কারণও তিনিই। ২০০৯ সালে টাকার জন্য এক লটারিজয়ীকে খুন করেছিলেন তিনি। ২০১২ সালে তাকে দোষী সাব্যস্ত করে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

    যদিও নিজের দোষ কখনো শিকার করেননি মুর। বার বার বলেছেন তিনি নিরপরাধ। এখন জেলে বেশে লটারিজয়ীদের পরিচয় গোপন রাখার পক্ষে সওয়াল করছেন। ২০০৬ সালে ৩০ মিলিয়ন ডলার লটারি পেয়েছিলেন আব্রাহাম লি শেক্সপিয়ার। পেশায় ট্রাকচালক ছিলেন। এতো টাকা পাবেন, কোনো দিন স্বপ্নেও ভাবেননি আব্রাহাম। সেই লটারি আব্রাহাম কিনেছিলেন কাকতালীয় ভাবে। ফ্লোরিডা থেকে মায়ামি যাচ্ছিলেন তিনি। সঙ্গে এক বন্ধু মাইকেল ফোর্ড। মাঝপথে ট্রাক দাঁড় করিয়ে লটারির টিকিট কিনতে গিয়েছিলেন ফোর্ড। বন্ধু আব্রাহামকে জিজ্ঞেস করেন, তার জন্য কফি নিয়ে আসবেন কিনা।

    তখনই ফোর্ডের হাতে দুই ডলার গুঁজে দিয়েছিলেন আব্রাহাম। বলেছিলেন, তার জন্যও একটি লটারির টিকিট কিনে আনতে। সে দিন আব্রাহামের পকেটে ছিল মাত্র পাঁচ ডলার। পরে যখন আব্রাহাম লটারি জিতেছিলেন, তখন তার ভাগ চেয়েছিলেন ফোর্ড। দাবি করেছিলেন ১০ লাখ ডলার। রাজি হননি আব্রাহাম। সোজা আদালতে যান ফোর্ড। সেখানে অভিযোগ করেন, তার ব্যাগ থেকে লটারির টিকিট চুরি করেছিলেন আব্রাহাম। আদালত অভিযোগ মানেনি। লটারি সংস্থা থেকে পুরস্কারমূল্য হিসেবে একসঙ্গে নগদে ১৭ মিলিয়ন ডলার পেয়েছিলেন আব্রাহাম। টাকা পেয়েই ফ্লোরিডার লেকল্যান্ড ছেড়ে অন্য জায়গায় বাড়ি কিনে চলে যান আব্রাহাম। লেকল্যান্ডে মূলত শ্রমিক শ্রেণির বাস ছিল। বড়লোক হয়ে সেখানে আর থাকতে চাননি আব্রাহাম।

    ১০ লাখ ডলার দিয়ে বাড়ি কিনেছিলেন একদা ট্রাকচালক। একটি নিসান আলটিমা গাড়ি আর নিজের জন্য একটা রোলেক্স ঘড়ি কিনেছিলেন আব্রাহাম। এটুকুই, আর খুব বেশি কিছু কেনেননি তিনি। তাতেই পড়েছিলেন বিপাকে। আব্রাহামের বন্ধুরা জানান, কোটি কোটি টাকা পেয়েও খুশি হতে পারছিলেন না তিনি। অবসাদ গ্রাস করছিল। কারণ বন্ধু, আত্মীয়। নিত্যদিন এসে টাকা ধার চাইতেন তারা। দিতে অস্বীকার করলে আব্রাহামকে গালিগালাজ করতেন। সম্পর্ক ভেঙে যেত। এই সময়ই আব্রাহামের সঙ্গে যোগাযোগ করেন মুর। জানান, আব্রাহামের জীবন নিয়ে বই লিখতে চান। এরপর পরিচয় বাড়লে মুর প্রস্তাব দেন, আব্রাহামের টাকাপয়সা তিনিই সামলাবেন। বিনিয়োগ করবেন। কিছুই পড়াশোনা জানতেন না আব্রাহাম। তাই মুর যা বোঝাতেন, সেটাই বুঝতেন। তাকে বিশ্বাস করতেন।

    সেই সুযোগটাই নিয়েছিলেন মুর। আব্রাহামকে বুঝিয়ে সুঝিয়ে ব্যবসায় ভাগীদার করেন। তার থেকে ১০ লাখ ডলার হাতিয়ে নেন তিনি। সেই টাকায় নিজের জন্য একটা শেভরোলে গাড়ি, একটি ট্রাক, একটি হামার কেনেন। এ সব কিনে চলে যান বেড়াতে। পরে মুর জানিয়েছিলেন, তাকে আসলে ঐ টাকা উপহার দিয়েছিলেন মুর। ২০০৯ সালে তার পরিবার জানায়, আব্রাহামের খোঁজ মিলছে না। ২০১০ সালের জানুয়ারি মাসে একটি বাড়ির পিছনে বাগান থেকে তার দেহ উদ্ধার হয়। সেখানে কংক্রিটের স্ল্যাবের নিচে পোঁতা ছিল দেহ। ২০১০ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার হন মুর। তাকে জেরা করে পুলিশ জানতে পারে, টাকার জন্যই আব্রাহামকে খুন করেছিলেন তিনি। তারপর নিজের এক প্রাক্তন বয়ফ্রেন্ডের বাড়ির পিছনে পুঁতে দিয়েছিলেন।

    যদিও আব্রাহামের দেহ মেলার আগে পুলিশকে বিভ্রান্ত করেছিলেন মুর। জানিয়েছিলেন, তিনি শহর ছেড়ে চলে গিয়েছেন। লোকজন টাকা ধার চাইত। তাই বিরক্ত হয়ে চলে গিয়েছিলেন তিনি। আব্রাহাম নিখোঁজ হওয়ার পর থেকে তার বাড়িতেই থাকতেন মুর। তার মোবাইল ব্যবহার করতেন। সেখান থেকে আব্রাহাম সেজে তার বন্ধুদের মেসেজ করতেন। সকলকে বোঝাতেন যে, তিনি ভালো রয়েছেন। আব্রাহামের মাকে জন্মদিনে কার্ডও পাঠিয়েছিলেন। প্রেরক হিসেবে নাম ছিল আব্রাহামের। তার স্ত্রীকে ঘুষ দিতে চেয়েছিলেন, যাতে তিনি গোয়েন্দাদের জানান যে, আব্রাহাম জীবিত। শেষ পর্যন্ত সব জারিজুরি শেষ হয় মুরের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ১৯৯২ সালে জেমস মুর নামে এক জনকে বিয়ে করেন তিনি। ১৯৯৫ সালে একটি ছেলের জন্ম দেন। আগেও প্রতারণায় জড়িয়েছেন তিনি। বিমা নিয়ে লোকজনকে ঠকিয়েছিলেন। ২০০২ সালে তাকে দেউলিয়া ঘোষণা করা হয়। তারপরই ছক কষে লটারিজয়ী আব্রাহামকে নিশানা করেন।

    সূত্র: আনন্দবাজার

    পাথরের দেওয়ালে ১১ হাজার বছর আগের ইতিহাস

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অন্যরকম উকিল কংক্রিটের খবর দিল নিচে পুঁতে মেরে সেজে স্ল্যাবের
    Related Posts
    অপ্সরা

    চা বিক্রি করছেন অপ্সরার মতো এক তরুণী, ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তেই ভাইরাল

    July 4, 2025
    ছবির-ধাঁধাঁ

    ছবিটি জুম করে বনের মধ্যে লুকিয়ে থাকা নেকড়ে খুঁজে বের করার চ্যালেঞ্জ নিন

    July 3, 2025
    অপটিক্যাল ইলিউশন

    ছবিটি জুম করে দেখে বলুন লুকিয়ে কে ঘরের বাহিরে গিয়েছিল

    July 3, 2025
    সর্বশেষ খবর
    faceless YouTube video creation guide

    Faceless YouTube Video Creation Guide

    Govt Job

    সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন

    আত্মকথা

    আত্মকথা লেখার উপকারিতা: আপনার মননের উন্নতি

    Chatro Dal

    একযোগে ১৫ নেতাকে অব্যাহতি দিল ছাত্রদল

    Hyperice Recovery Technology

    Hyperice Recovery Technology:Leading Athletic Wellness Innovation

    Ecommerce Store Bangladesh

    Ecommerce Store Bangladesh: Step-by-Step Startup Guide

    জ্যাকলিন ফার্নান্দেজের

    বড় বিপদে জ্যাকলিন

    জাতি পুনর্গঠন

    জুলাই আমাদের জাতি পুনর্গঠনের নতুন আশা জাগায়: উপ-প্রেস সচিব

    রাজনৈতিক কর্মসূচি

    ‘এনসিপির যাত্রা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ’

    Hotstar Streaming Innovations

    Hotstar Streaming Innovations: Leading the Digital Entertainment Revolution

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.