জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড় ধসে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, “সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে এসব পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ৮, ৯ ও ১০ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ চলছে। এ পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার হয়েছে।”
ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন-৮ এর অধিনায়ক আমির জাফর বলেন, “নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক; বাকি সাতজন রোহিঙ্গা। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।