উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন দেশটির প্রবীণ নেতা ইয়োওয়েরি মুসেভেনি। শনিবার (১৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন জানায়, প্রায় ৭২ শতাংশ ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৮১ বছর বয়সী এই নেতা। এর মাধ্যমে টানা প্রায় পাঁচ দশকের শাসন আরও দীর্ঘায়িত করলেন তিনি।
উগান্ডা নির্বাচন কমিশনের তথ্যমতে, রাজধানী কাম্পালায় আয়োজিত এক অনুষ্ঠানে মুসেভেনির বিজয় ঘোষণা করা হয়। তার প্রধান প্রতিদ্বন্দ্বী, জনপ্রিয় সংগীতশিল্পী থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ববি ওয়াইন পেয়েছেন ২৪ শতাংশ ভোট।
নির্বাচনকে ঘিরে সহিংসতা ও কারচুপির অভিযোগ ওঠে। ভোটগ্রহণের সময় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়, যা কর্তৃপক্ষ ‘ভুল তথ্য ছড়ানো রোধের’ জন্য প্রয়োজনীয় বলে দাবি করে। তবে ববি ওয়াইন নির্বাচনকে ‘ব্যাপক জালিয়াতিতে ভরা’ বলে অভিযোগ করে ফল প্রত্যাখ্যান করেছেন এবং সমর্থকদের প্রতিবাদের আহ্বান জানিয়েছেন।
এদিকে শনিবার ববি ওয়াইনের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তিনি জানান, তার বাসায় সেনা অভিযানের পর তিনি পালিয়ে যেতে সক্ষম হন। রয়টার্স জানায়, বর্তমানে তিনি উগান্ডার ভেতরেই আত্মগোপনে রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ববি ওয়াইন বলেন, ‘গত রাত আমাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন ছিল। সেনাবাহিনী ও পুলিশ আমাদের বাড়িতে অভিযান চালায়। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং সিসিটিভি ক্যামেরার কিছু অংশ অকার্যকর করা হয়।’
তিনি আরও জানান, ‘আমি নিশ্চিত করছি- আমি সেখান থেকে পালাতে পেরেছি। বর্তমানে আমি বাড়িতে নেই।’
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


