নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: দেশের অন্যতম প্রধান আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের দ্বি-বার্ষিক কাউন্সিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর এম. এম. আলী রোডের ট্যালেন্ট স্কুল অ্যান্ড কলেজে উচ্চারকের নিজস্ব কার্যালয়ে ২১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই কাউন্সিলে সভাপতিত্ব করেন সংগঠনের শুভানুধ্যায়ী পরিষদ সদস্য কবি ও বাউলতাত্ত্বিক গবেষক স্বপন মজুমদার।
এতে বিগত নির্বাহী কমিটির সাধারণ সম্পাদকের প্রতিবেদন উত্থাপন করেন মৌসুমী চক্রবর্তী ও অর্থসম্পাদকের প্রতিবেদন উত্থাপন করেন শামীমা ইয়াছমিন।
পরে সর্বসম্মতিক্রমে ২০২২-২০২৪ সালের ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সভার সভাপতি স্বপন মজুমদার।
এতে উচ্চারক আবৃত্তি কুঞ্জের পুনরায় সভাপতি মনোনিত হয়েছেন উচ্চারকের প্রতিষ্ঠাতা আবৃত্তিশিল্পী ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলার আবাসিক সম্পাদক ফারুক তাহের। সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন আবৃত্তিশিল্পী ও স্কুল শিক্ষক শামীমা ইয়াছমিন।
নির্বাহী কমিটির অন্যান্যরা হচ্ছেনÑসহসভাপতি এ এস এম এরফান ও মৌসুমী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক এ্যানি চৌধুরী, অর্থ সম্পাদক দিপা দাশ মিতু, দপ্তর সম্পাদক মন্দিরা বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হামিদ উদ্দিন, নির্বাহী সদস্য মামুনুল আমিন, মু. সাজ্জাদ তপু, মো. আশরাফুল আলম, শাহ হোসাইন, রাকিব রায়হান, নিলুফার সিরাজী, পুণম দত্ত ও রোকসানা আফরিন সিলভিয়া।
উচ্চারকের এই দ্বি-বার্ষিক কাউন্সিল ও সাধারণ সভায় সাংগঠনিক উৎকর্ষ ও সুস্থ সংস্কৃতির চর্চা এবং বিকাশের নানান দিক নিয়ে বক্তব্য রাখেন উচ্চারকের শুভানুধ্যায়ী পরিষদ সদস্য সংস্কৃতিজন সজল চৌধুরী, চট্টগ্র্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও উচ্চারক শুভানুধ্যায়ী সদস্য সুবীর মহাজন, কবি ও সাংবাদিক সুজিত সাহা, উচ্চারকের প্রতিষ্ঠাকালীন সদস্য মামুনুল আমিন ও চারুশিল্পী মু. সাজ্জাদ তপু।
উল্লেখ্য, উচ্চারক আবৃত্তি কুঞ্জ ২০০৩ সালের ৩ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে নিরবচ্ছিন্নভাবে আবৃত্তি ও সাংগঠকি চর্চার মধ্য দিয়ে ২০ বছর পার করতে চলেছে। আগামী ৩ জানুয়ারি উচ্চারক ২১ বছরে পদার্পণ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।