আন্তর্জাতিক ডেস্ক : ধনকুবেরদের শখের শেষ নেই। তারই নমুনা গেল দুবাইয়ের যুবরাজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। উটপাখির সঙ্গে সাইকেল রেসে নেমেছিলেন তিনি। তার ভিডিও পোস্ট করেছেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, উটপাখির সঙ্গে সাইকেল রেসে করছেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
হামদানের সঙ্গে সাইকেল রেসে ছিলেন আরও কয়েকজন। তাদের সঙ্গে রাস্তার পাশেই বালির ওপর দৌড়ে চলেছে দুইটি উটপাখি।
এক সময় যুবরাজ থেকে এগিয়ে যায় একটি উটপাখি। হামদানও প্যাডেলে জোর দিয়ে উটপাখিটিকে টেক্কা দেওয়ার চেষ্টা করেন। এমন সময় ডান দিক থেকে হামদানের সামনে দিয়েই বাম দিকে চলে আসে উটপাখিটি।
এক মিনিটের ভিডিওতে দেখা যায়, কখনও উটপাখি দুটি আবার কখনও হামদান পরস্পরকে টেক্কা দিচ্ছে। তবে শেষ পর্যন্ত কে জিতল কে হারল সেটি জানা যায়নি।
নতুন বছরের প্রথম দিন ১ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। এখন পর্যন্ত এটি ৪ লাখ ৬৮ হাজারের বেশিবার দেখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।