স্পোর্টস ডেস্ক : টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তবে ১২তম ওভারে শন অ্যাবটের শর্ট লেংথের বলে ভড়কে যান তানজিদ। লাফিয়ে উঠে শেষদিকে ঘুরিয়ে খেলার চেষ্টা একেবারেই ব্যর্থ হয়েছে তার, নিজের বলে গিয়ে ক্যাচ নিয়েছেন অ্যাবট। অস্ট্রেলিয়া পেয়েছে প্রথম ব্রেকথ্রু। বাংলাদেশের ওপেনিং জুটি এবার থামল ৭৬ রানে। তানজিদের ইনিংস থেমেছে ৩৪ বলে, ৩৬ রান করে।
বাংলাদেশ ১৪ ওভারে ৯৬/১; লিটন ৩৪, নাজমুল শান্ত ১২
পঞ্চাশ পেরোল বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ব্যাট হাতে শুরুতে কিছুটা সাবধানে শুরু করলেও সময়ের সাথে সাথে আগ্রাসী হয়ে উঠেছেন দুই টাইগার ওপেনার। ইনিংসের নবম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে দলের সংগ্রহ ফিফটি ছাড়িয়ে যান তানজিদ তামিম। ওপর প্রান্তে লিটন দাসও ইনিংস বড় করার চেষ্টা করছেন।
বাংলাদেশ ১০ ওভারে ৬২/০; লিটন ২৪, তানজিদ ২৮
একাদশ
সাকিব আঙুলের চোটে দেশে ফিরে এসেছেন আগেই। খেলছেন না তানজিম হাসানও। বাংলাদেশ আজ নামছে দুই পেসার—তাসকিন ও মোস্তাফিজুরকে নিয়ে, সঙ্গে আছেন তিন স্পিনার—মিরাজ, মেহেদী ও নাসুম।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার রূপকথার নায়ক গ্লেন ম্যাক্সওয়েল খেলছেন না পুনেতে। অস্ট্রেলিয়া বিশ্রাম দিয়েছে মিচেল স্টার্ককেও। আফগানিস্তানের বিপক্ষে ভার্টিগো সমস্যার কারণে না খেলা স্টিভ স্মিথের সঙ্গে ফিরেছেন শন অ্যাবট।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজলউড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।