উত্তরায় রূপায়ন সিটির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জুমবাংলা ডেস্ক : রাজধানীর উত্তরায় জমি দখল, অর্থ আত্মসাৎ এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য রূপায়ন সিটির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কয়েক হাজার ভুক্তভোগী।

শনিবার সকালে উত্তরার ১২ নম্বর সেক্টরের খালপাড় সংলগ্ন রুপায়ন সিটির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল ও তার ভাই গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন আওয়ামী লীগের বড় দালাল। তারা আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে হাজার মানুষের জমি আত্মসাৎ করেছেন। এরা দুজনই ভূমিদস্যু এবং প্রতারক। শুধু তাই নয়, বনানী এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৭ জন মানুষের হত্যাকারী তারা।

মানববন্ধনে ভুক্তভোগী হাজী মোঃ মোস্তফা জামান তার লিখিত বক্তব্যে বলেন, ‘আমাদের পরিবারের প্রায় ৩৬ বিঘা সম্পত্তি কোনো টাকা পয়সা না দিয়ে জোরপূর্বক রুপায়ন সিটিতে অন্তর্ভুক্ত করে ক্ষমতার ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রি করে নেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।’

অন্তর্বর্তী সরকারের প্রতি আকুল আবেদন জানিয়ে তিনি বলেন, ‘আমার মালিকানাধীন সম্পত্তি আমাকে ফেরত কিংবা আরবিট্রেশন আদালতের রোয়েদাদ মূলে কাজ করার এবং অসহায় মানুষের ফ্ল্যাটগুলো বুঝে দেওয়ার জন্য সরকারের প্রতি আকুল আবেদন করছি। রূপায়ন হাউজিং এস্টেটের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, ‘রূপায়ন সিটির মালিক ও তার ভাই আমাকে সর্বশান্ত করে দিয়েছেন। আমার সারাজীবনের আয় দিয়ে কেনা জমি ও ফ্ল্যাট তারা দখল করে রেখেছেন। কিছু বললেই মৃত্যুর হুমকী প্রদান করেন।’

এসময় মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের কারণে রূপায়ন সিটির প্রধান সড়ক বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর অনুরোধে রূপায়ন সিটির প্রবেশ মুখ উম্মুক্ত করে দেওয়া হয় এবং পুলিশ ও সেনাবাহিনী ভুক্তভোগীদের আইনি সহযোগীতার আশ্বাস প্রদান করলে ভুক্তভোগীরা তাদের মানববন্ধন ও সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।

ইসলামী ব্যাংকে সর্ববৃহৎ ঋণ জালিয়াতি, ৩৪০০ কোটি টাকা এস আলমের পকেটে