Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর উত্তরায় লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে গিয়ে সাবেক অতিরিক্ত সচিব শাহজাহান হোসেনের স্ত্রী সালমা পারভীনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে উত্তরার তিন নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির ৫ম তলায় এ দুর্ঘটনা ঘটে।
উত্তরা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার কামরুজ্জামান বলেন, বিকাল ৫টার দিকে সালমা পারভীন লিফটে ওঠার জন্য সুইচে চাপ দেন। এতে লিফটের দরজা খুললেও লিফট না আসায় তিনি পা বাড়িয়ে দুর্ঘটনার কবলে পড়েন। কোনো কারণে লিফট ওপরের দিকে আটকে থাকায় তিনি নিচে পড়ে যান। পরে উদ্ধার করে বেসরকারী একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পেয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।