জুমবাংলা ডেস্ক : আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি।
এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তাবিথ আউয়াল দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন ফরম নিয়েছেন প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তিন বিএনপি নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এসময় রিপন, তাবিথ ও ইশরাক— তিন জনই সশরীরে উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহের সময় তাদের প্রত্যেকের সঙ্গে দুই থেকে তিন হাজার করে নেতাকর্মী-সমর্থক উপস্থিত হন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, দল আমাকে মনোনয়ন দেবে— এ বিষয়ে আমি আশাবাদী। আর যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে অতীতে যেভাবে মাঠে ছিলাম, এবারও মাঠে থেকে নির্বাচন করব।
গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার থেকে নির্বাচন কমিশনকে সরে আসার আহ্বান জানিয়ে তাবিথ বলেন, আপনারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। ইভিএমে সবারই আপত্তি আছে, সাধারণ মানুষেরও আস্থা নেই। আশা করি, আপনারা এ ব্যবস্থা থেকে সরে আসবেন।
মনোনয়ন ফরম নিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, সুষ্ঠু নির্বাচন হবে না— এটা আমরা জানি। তারপরও নির্বাচনে অংশ নেওয়া ও জয়ের বিষয়ে আশাবাদী। তবে আমাদের মূল লক্ষ্য হলো— ভোটে নামলে ধানের শীষের পক্ষে স্লোগান যেভাবে উচ্চারিত হবে, একইসঙ্গে আমাদের দলনেত্রী খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও একইভাবে উচ্চারিত হবে। এ কারণেই আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বলেন, দলের হাইকমান্ড আমাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জর্ন্য কাজ করতে বলেছেন। হাইকমান্ডের নির্দেশে আমি এরই মধ্যে কাজ শুরু করেছি। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনের জন্য এবং এলাকার জন্য কাজ করতে যথাসাধ্য চেষ্টা করব।