আন্তর্জাতিক ডেস্ক: স্বল্প পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পর এবার দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছেন, তার দেশের কাছেই সাগরে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। খবর পার্সটুডে’র।
এর কয়েক দিন আগে ছোড়া দু’টি ক্ষেপণাস্ত্রের বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন। কিন্তু এবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।
আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড বলেছে, উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচী যে তার প্রতিবেশী ও বিশ্ব সম্প্রদায়ের জন্য যে হুমকি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যদিয়ে আবারও স্পষ্ট হয়েছে। মার্কিন কমান্ড জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ও বিষয়টি নিয়ে মিত্রদের সঙ্গে পরামর্শ করছে।