জুমবাংলা ডেস্ক : বইয়ের বাইরে বেরিয়ে বিজ্ঞান বিষয়ক সব কিছু যদি হাতে কলমে করা যায়, তাহলে তা শিশু মনে আগ্রহের সৃষ্টি করে। শিশুদের বিজ্ঞানের প্রতি মনোযোগী করতে স্পেনের এক শিক্ষিকা বেছে নিয়েছেন দারুণ এক উপায়। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নেটিজেনদের বেশ প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি স্কুলে শরীরবিদ্যার ওপর ক্লাস নিতে তিনি পরে এসেছেন একটি বিশেষ ধরনের পোশাক।
সেই পোশাকেই ফুটে উঠছে অন্ত্র, পাকস্থলী, ফুসফুস, হৃৎপিণ্ড ছাড়াও দেহের বিভিন্ন পেশিতন্ত্র। পোশাকের মাধ্যমে সহজেই বোঝা যাচ্ছে মানবদেহের কোথায় কী অঙ্গ কীভাবে বিন্যস্ত রয়েছে। প্রায় ১৫ বছর ধরে শিক্ষকতা করছেন ভেরোনিকা ডোকিউ নামে স্পেনের এই শিক্ষিকা । বর্তমানে তিনি প্রাইমারি লেভেলের শিশুদের বিজ্ঞান, ইংরেজি, স্প্যানিশ ও সমাজবিদ্যা পড়ান। ভেরোনিকার এই বিশেষ সাজের ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন তার স্বামী মাইকেল। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আজ ছাত্রদের মানবশরীর ব্যাখ্যা করছিল ভেরোনিকা। তাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি খুব গর্বিত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।