আন্তর্জাতিক ডেস্ক : অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডন অভিনীত ‘মোহরা’ সিনেমার ‘টিপ-টিপ বরসা পানি’ গানটা আজও দর্শকদের মনে দাগ কেটে রয়েছে। এরপর আবার সম্প্রতি এই গানেরই রিমেক ভার্সন দেখা যায় ক্যাটরিনা কাইফ এবং অক্ষয় কুমারকে সূর্যবংশী সিনেমাতে।
এবার সেই গানেই একজনকে উদ্যম নাচতে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে যে, তিনি হলেন পাকিস্তানি সাংসদ আমির লিয়াকত হুসেন। আর মুহূর্তেই সেই ভিডিও ভাইরালও হয়ে গেল।
পাকিস্তানি টেলিভিশন উপস্থাপক এবং সাংসদ হলেন আমির লিয়াকত হুসেন। সম্প্রতি সময়ে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে ‘টিপ-টিপ বরসা পানি’ গানে অসাধারণ নৃত্য পরিবেশন করছেন আমির লিয়াকত হুসেন। আর তাঁর নাচের সেই ভিডিও ব্যাপকহারে ভাইরালও হয়েছে স্যোশাল মিডিয়ায়।
আমির লিয়াকত হুসেনের নাচ দেখে নিঃসন্দেহে সকলেই তাঁর প্রশংসাই করবেন। গানের প্রতিটি কথাই নিজের নাচের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আমির লিয়াকত হুসেন। যে কারণে আরও বেশি করে তাঁর এই নাচের ভিডিও মন ছুঁয়ে গিয়েছে নেটদুনিয়ার বাসিন্দাদের। তৈমুর জামান নামে এক ট্যুইটার ব্যবহারকারী এই ভিডিওটি শেয়ার করতেই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকেই পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য হলেন আমির লিয়াকত হুসেন। আর বর্তমানে তাঁর নাচের ভিডিও ভাইরাল হতেই, বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তিনি। তবে, এই ভিডিওর তদন্ত করে পাওয়া গিয়েছে যে, যেই ব্যক্তিকে নাচতে দেখা যাচ্ছে। সেটি পাকিস্তানি সাংসদ আমির নন। তিনি একজন কোরিওগ্রাফার। যার নাম শোয়েব বলে জানা যাচ্ছে। আর তাঁকে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য ভাড়া করা হয়।
Tip Tip Barsa Paani 🔥🔥🔥 pic.twitter.com/0IBo4J4oqq
— Taimoor Zaman (@taimoorze) January 5, 2022
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।