মোস্তফা সরয়ার ফারুকী : আমাদের এইসব ডিরেক্টরস গিল্ড, প্রডিউসারস গিল্ড এগুলো দিয়ে কি কাজ এটা আসলে ভাবার চেষ্টা করছি গত রাত থেকে! তারা নাকি শিপ্রা এবং সিফাতের ব্যাপারে সাংগঠনিকভাবে কিছু বলতে পারতেছে না, কারণ এরা তাদের সদস্য না! উনারা কোথায় কোন গ্রহে বাস করেন আমি জানি না! তাইলে উনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, জর্জ ফ্লয়েড মারা যাওয়ার পর ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা বিবৃতি দিছিলো কেনো? ফ্লয়েড কি তাদের সদস্য?
Advertisement
আশার কথা হলো, এই প্রাগৈতিহাসিকতার বাইরে আছে বাংলাদেশের বেশিরভাগ তরুণ পরিচালক, অগণিত চলচ্চিত্রকর্মী, চলচ্চিত্রের ছাত্র যারা কোনো নেতার অপেক্ষা না করে প্রতিবাদ করে যাচ্ছে অনলাইনে-অফলাইনে! যখন নেতা না আসে, তখন তুমিই হও তোমার নেতা!
(ফেসবুক থেকে সংগৃহীত)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।