Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে বিলুপ্ত ছিটমহলবাসীদের জীবন
    জাতীয় পজিটিভ বাংলাদেশ বিভাগীয় সংবাদ

    উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে বিলুপ্ত ছিটমহলবাসীদের জীবন

    জুমবাংলা নিউজ ডেস্কJuly 31, 20205 Mins Read
    Advertisement

    অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: ছিটমহলের বিলুপ্তির পর উন্নয়ন ও মানুষের কঠোর পরিশ্রমে পাল্টে গেছে দাসিয়ারছড়ার মানুষের জীবন। ছিটমহল এখন তাদের জন্য শুধু ইতিহাস ও স্মৃতি।

    ২০১৫ সালের ৩১ জুলাই বাংলাদেশ-ভারত মুজিব-ইন্দিরা সীমান্ত চুক্তির বাস্তাবায়নের মধ্য দিয়ে শুরু হয় নতুন অধ্যায়। দীর্ঘ ৬৮ বছরের বঞ্চনার পর ১৬২টি ছিটমহল একীভূত হলে নাগরিকরা পছন্দমত দেশের হতে পারেন। ঐতিহাসিক দিনটির ছয় বছরে পদার্পণ উপলক্ষে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার চলছে সাজসাজ রব।

    কর্মসূচিতে রয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় সংক্ষিপ্ত আলোচনা সভা, রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি জ্বালানো শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। এছাড়াও রাতে দাসিয়ারছড়ার প্রতিটি বাড়িতে আলোকসজ্জ্বাসহ শনিবার আয়োজন করা হয়েছে হা-ডু-ডু খেলা। পাশাপাশি মসজিদে মসজিদে হবে মিলাদ মাহফিল আর মন্দিরে বিশেষ প্রার্থনা। ছিটমহল বিনিময়ের ৫ বছর পূর্তিতে প্রত্যাশার চেয়ে বেশি প্রাপ্তিতে মহাখুশি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা।

       

    ফুলবাড়ী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৫ বছরে প্রায় ২২ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হয় দাসিয়ারছড়া উন্নয়নে। এর মধ্যে এক কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, ১৮ কোটি টাকা ব্যয়ে এলজিইডির মাধ্যমে ২৪ কিলোমিটার পাকা রাস্তা, ২০ লাখ টাকা ব্যয়ে কমিউনিটি রির্সোস সেন্টার, ৯০ লাখ টাকা ব্যয়ে পাঁচটি মসজিদ, ২০ লাখ টাকা ব্যয়ে একটি মন্দির, দুই কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ, ১০ লাখ টাকা ব্যয়ে ১০টি হত দরিদ্র পরিবারের বসতবাড়ী নির্মাণ, ২২ কিলোমিটার পাকা সড়ক, দুস্থ পরিবারে স্যানিটারি ল্যাট্রিন স্থাপন, দুঃস্থ পরিবারে নলকূপ স্থাপন, একটি করে শ্মশান ঘাট, শহীদ মিনার, নীলকমল নদীতে এক কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ, ১৫ মিটার দৈর্ঘের চারটি ব্রিজ/কালর্ভাট নির্মাণ, ৭৮২ জন বয়স্ক ভাতা, ৩৩৯ জন বিধবা ভাতা, ৫১৫ জন প্রতিবন্ধী ভাতা, বিশুদ্ধ পানীয় সরবরাহের জন্য ৪ টি নলকুপ স্থাপন, এক হাজার ৮৫৯ জনকে ভিজিডি কার্ড, মাতৃত্বকালিন ভাতা দুইশ জনকে, সেলাই মেশিন ৫৫ জনকে, একটি বাড়ি একটি খামার প্রকল্পে ৩৬০ জনকে মোট ২৪ লাখ ২৩ হাজার টাকার ঋণ প্রদান, ৫০০ হতদরিদ্র পরিবারকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা, একটি নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দুটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজের একাডেমিক স্বীকৃতি। এছাড়াও একটি মাধ্যমিক বিদ্যালয় ও শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসা নামে একটি মাদরাসা সাম্প্রতি সময়ে সরকার জাতীয়করণ ঘোষণা করেছেন। সেই সঙ্গে দীর্ঘ ৬৮ বছর পিছিয়ে থাকা বিলুপ্ত ছিটমহলবাসীদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য ৮৬ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ডিজিটাল সার্ভিস ইমপ্লয়েন্টমেন্ট এন্ড ট্রেনিং সেন্টার মুজিব বর্ষে উপহার দেওয়া হয়েছে।

    অন্যদিকে ভূমি জটিলতার বিষয়টি সম্পুর্ণভাবে নিরসন হয়ে গেছে। ভূমি মন্ত্রণালয়ের অধীন এক হাজার ৬৪৩ দশমিক ৪৪ একর ও সরকারি খাস খতিয়ানভুক্ত ৯ একর জমির প্রাক জরিপ শেষ করে খতিয়ান হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে স্বাস্থ্য বিভাগ কর্তৃক ৩টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। দাসিয়ারছড়াসহ বিলুপ্ত ছিটমহলে বাংলাদেশে অন্তর্ভুক্তির ৭৫ দিনের মধ্যে প্রায় দুই হাজার ৫৬২ পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এখন আর কোনো বাড়িই বিদ্যুৎ বিহীন নেই। দেওয়া হয়েছে দ্রুত গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ। ডিজিটাল সাব সেন্টার থেকে স্বল্পমূল্যে দেওয়া হচ্ছে তথ্য প্রযুক্তির সেবা। ইউনিসেফের অর্থায়নে বাংলাদেশ শিশু একাডেমি স্থাপন করেছে ১৫টি প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র।

    এছাড়া ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে ১৪টি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র। উপজেলা কৃষি অফিসার অর্থায়নে কৃষকদের প্রশিক্ষণ ও কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে। দাসিয়ারছড়ায় ঘরে ঘরে সুপেয় পানি আর স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত হয়েছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুব ও যুব মহিলাদের দেয়া হয়েছে নানা ট্রেডে প্রশিক্ষণ। দুই হাজার ১৬০ জন নারী-পুরুষকে স্বাক্ষরতার আওয়াতায় আনা হয়েছে

    বিলুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলের অধিবাসী মোজাফ্ফর হোসেন, নুর আলম, মনিরুজ্জামান ও তানিয়া বেগম জানান, চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ৬৮ বছরে আমাদের অবরুদ্ধ জীবনের অবসান ঘটেছে। মূল ভূ-খন্ডে যুক্ত হওয়ার পাঁচ বছরের মধ্যে বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুত, রাস্তা ঘাট,ব্রীজ কালভাট,স্কুল-কলেজ,মাদ্রাসা ,কমিউনিটি ক্লিনিকসহ দাসিয়ারছড়ায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের বিল্পব ঘটেছে। আমরা কখনো কল্পনা করিনি সরকার এতো দ্রুত দাসিয়ারছড়ায় উন্নয়ন করবে। সরকারের কাছে দাসিয়ারছড়াবাসী চির ঋণি। সরকারের কাছে দাসিয়ারছড়াবাসীর শেষ দাবি, দাসিয়ারছড়াকে একটি স্বতত্র ইউনিয়ন ঘোষণা করা হোক।

    শিক্ষার্থী সোহেল রানা ও জেসমিন আক্তার জুঁই জানান, পাঁচ থেকে ছয় বছর আগে আমরাসহ অনেকেই মিথ্যা ঠিকানা দিয়ে ভয় ভয় করে পড়াশুনা করেছি। এখন আর ভয় নেই। গত পাঁচ বছর ধরে নিজ জন্মভুমিতে পড়ালেখা করছি। আমরা এখন বাংলাদেশি নাগরিক হয়ে দেশের বিভিন্ন জায়গায় পড়ালেখা করছি। সরকার আমাদের নতুন বই ও উপবৃত্তি দিয়েছে। তাই আমরা নিজ জন্মভূমিতে হাসিমুখে পড়ালেখা চালিয়ে নিজের পাঁয়ে দাঁড়াতে চাই।

    দাসিয়ারছড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী মোহেছেনা আক্তার মিনা জানান, গত পাঁচ বছর ধরে বিলুপ্ত ছিটমহলে গড়ে প্রতিদিন গর্ভবতী মাসহ ৪০ থেকে ৫০ জন রোগী স্বাস্থ্য সেবা নিচ্ছেন। চিকিৎসা সেবা পাওয়ায় দাসিয়ারছড়াবাসীরা খুবই খুশি।

    সাবেক বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আন্দোলনের নেতা গোলাম মোস্তফা ও মইনুল হক জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব-ইন্দিরা স্থল সীমান্ত চুক্তি’র বাস্তবায়ন করে ছিটবাসীর মুক্তি দিয়েছেন তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে আমরা দাসিয়ারছড়াবাসী মুজিব বর্ষে ৬ষ্ঠ বছরে পদার্পন করায় আমরা গর্বিত। মুজিব বর্ষে বর্ষপূর্তি ব্যাপক আয়োজনে পালন করার কথা থাকলেও করোনার কারণে তা কাঁটছাট করা হয়েছে। তারা আরও জানান গত পাঁচ বছরে সরকার দাসিয়ারছড়ায় ব্যাপক উন্নয়ন করায় আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। সরকার সম্প্রতি সময়ে দাসিয়ারছড়ায় একমাত্র মাদ্রাসা শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রসাটি জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক শুভ কামনা। সেই সাথে বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি করার দাবি জানাচ্ছি।

    এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বলেন, বিলুপ্ত ছিটমহলের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। গত পাঁচ বছরে সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত ,ক্লিনিক,একটি সরকারী মাদ্রাসা ,স্কুল –কলেজ, রাস্তা-ঘাট, ব্রীজ-কালভাটসহ সব সেক্টরে ব্যাপক উন্নয়ন ঘটেছে। সরকারের এ উন্নয়ন দাসিয়ারছড়ায় চলমান থাকবে।

    উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ জুলাই মধ্য রাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে মুজিব-ইন্দিরা স্থল সীমান্ত চুক্তি’র বাস্তবায়ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দিন বাংলাদেশের অভ্যন্তরের ১১১টি ছিটমহল এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১ টি ছিটমহল দুই-দেশের ভু-খন্ডে যুক্ত হয়। দীর্ঘ ৬৮ বছরের বঞ্চনার পর ১৬২টি ছিটমহল একীভূত হলে এর অীধবাসিরা নাগরিকত্ব লাভ করেন।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় উন্নয়নের গেছে ছিটমহলবাসীদের ছোয়ায় জীবন পজিটিভ বদলে বাংলাদেশ বিভাগীয় বিলুপ্ত সংবাদ
    Related Posts
    আটক

    চট্টগ্রাম কাস্টমসে ঘুষসহ সহকারী রাজস্ব কর্মকর্তা আটক

    September 17, 2025
    পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

    কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

    September 17, 2025
    মহাসড়ক ও রেলপথ ব্লকেড

    গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক ও রেলপথ ব্লকেড কর্মসূচির ঘোষণা

    September 17, 2025
    সর্বশেষ খবর
    ইসরায়েল বয়কটের আহ্বান

    ফুটবল থেকে ইসরায়েলকে বয়কটের প্রচারণা

    আটক

    চট্টগ্রাম কাস্টমসে ঘুষসহ সহকারী রাজস্ব কর্মকর্তা আটক

    Sony AI game development

    Sony’s AI Aims to Support Game Developers, Not Replace Them

    বিস্ফোরণ

    চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ

    AI startup competition

    New York AI Startup Competition Offers $5,000 and VC Backing for Innovators

    এক্সচেঞ্জ রেটের যাতাঁকলে প্রবাসীরা, বিনামূল্যে অর্থ পাঠানোর সুযোগ দিচ্ছে না’লা

    Costco Prosecco recall

    Costco Prosecco Recall Issued Over Shattering Bottle Risk in 11 States

    পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

    কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

    Israel Oscar Submission 2026

    Israel Submits Anti-War Film The Sea for 2026 Oscars

    AMD Ryzen 7 9700F

    AMD Expands Zen 5 Lineup with New Ryzen 7 9700F CPU for Gamers

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.