জুমবাংলা ডেস্ক : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের চলমান উন্নয়ন কাজে যেসব ঠিকাদার গুণগতমান ও টেকসই বজায় না রেখে কাজ খারাপ করবে এবং সঠিক সময়ে কাজ করবে না- তাদের শুধু কালো তালিকাভুক্ত নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উন্নয়ন কাজে অনিয়ম করলে কাউকে ছাড় নয়: এলজিইডি মন্ত্রী
মঙ্গলবার দুপুর ২টার দিকে গাজীপুর মহানগরীর গজারিয়াপাড়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কোনো প্রকার অনিয়মের সঙ্গে যদি এলজিইডির কোনো প্রকৌশলী জড়িত থাকে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবা উদ্দিন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool