এসেছে অ্যান্ড্রয়েড ১৪
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অবশেষে অ্যান্ড্রয়েড ১৪-এর বেটা ভার্সন উন্মুক্ত হয়েছে। এই গ্রীষ্মেই বেশকিছু ভালো ফোনে আমরা এই নতুন অ্যান্ড্রয়েড স্ট্যাবল ভার্সন দেখতে পাবো। যতটুকু জানা গেছে, অ্যান্ড্রয়েড ১২ এরই রিডিজাইন ভার্সন হবে এটি। ব্যাটারি লাইফ, এক্সেসিবিলিটি, নেভিগেশন জেসচার এসব বিষয়েই বেশি জোর দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ এর মতো হতাশাজনক না হয়ে অ্যান্ড্রয়েড ১৪ নতুন কিছু আনবে তা বলাই যায়।
নতুন ভার্সন জুনের মধ্যেই গুগল পিক্সেল ফোনে তৃতীয় বেটা হিসেবে পৌঁছে যাবে। তৃতীয় বেটাটিই স্ট্যাবল ভার্সন বলা চলে। ঐ সময় ডেভেলপাররাও অ্যাপ বানানোর কাজ করে নিতে পারবে। তবে নতুন ফিচারগুলো কি? একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক:
- অ্যাপ অ্যাকশনের ক্ষেত্রে সিস্টেম শেয়ার শিট দেখা যাবে।
- প্রতিটি অ্যাপের জন্য আলাদা ভাষার সেটাপ করা সহজ হবে ডেভেলপারদের জন্য।
- ম্যালওয়ার থেকে ফোনকে রক্ষা করার জন্য বাড়তি নিরাপত্তা ফিচার যুক্ত করা হচ্ছে।
- ডেভেলপার অপশনে ফোর্সড ট্রান্সপারেন্ট নেভিগেশন বার যেকোনো অ্যাপের ক্ষেত্রে করা যাবে।
- ইমেজ পার্মিশনে পরিবর্তন আনার সুবিধা।
- পিনের ক্ষেত্রে নতুন এনিমেশন।
- পার্মিশন কন্ট্রোল পেজের অ্যানিমেশনে বদল এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।