জুমবাংলা ডেস্ক: দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারের দেওয়া কর্মসূচির অংশ হিসেবে খুলনা ও চট্টগ্রামের উপকূলীয় এবং প্রত্যন্ত এলাকার গরিব, দুস্থ ও অসহায়দের বাড়ি বাড়ি ইফতারসহ বিভিন্ন খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে নৌবাহিনী।
এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, ফুটপাত ও আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ঔষধ ছিটানো, চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় নিরলসভাবে কাজ করে চলেছে নৌবাহিনীর সদস্যরা।
নৌবাহিনী কন্টিনজেন্ট গতকাল উপকূলীয় জেলা বরগুনাসহ আশেপাশের এলাকাগুলোর প্রায় ১৬০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করে। তাছাড়া খুলনা শহরের স্থানীয় বাস্তুহারা গল্লামারি ও রুপসা এলাকায় প্রায় ৩০০ দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মংলা নৌ কন্টিনজেন্ট দিগরাজ বাজার, সুন্দরবন, মিঠাখালী, মংলা বন্দর এলাকা, বুড়িরডাঙ্গা ও চরকানাই এলাকায় টহল প্রদানের পাশাপাশি স্থানীয় প্রায় ১৩০০ গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। সেইসাথে নৌসদস্যরা স্থানীয় জনগণকে কাঁচা বাজার, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যবহারে নির্দিষ্ট সময় অনুসরণে স্থানীয়দের সচেতন করতে সার্বক্ষণিকভাবে কাজ করে চলেছে।
চট্টগ্রামের উপকূলীয় টেকনাফ, সন্দীপ ও হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নিয়োজিত নৌ কন্টিজেন্টসমূহ স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। এসময় নৌসদস্যরা জনসমাগম পরিহার করে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।
এছাড়া বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টিনে বা আইসোলেশনে থাকা নিশ্চিত করতে নিয়মিত খোঁজ খবর রাখার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীদের মাঝে মাইকিং করে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিবিধ স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ প্রদান করছে। সূত্র: আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।